Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬:  75 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ক্রাইমজোন হিসেবে খ্যাত দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ৮ম শ্রেণীর এক ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় কালিগঞ্জের নিকটে জোয়াল ভাঙা হাওর থেকে লাশটি উদ্বার করে। নিহত স্কুল ছাত্র শাহনাজ মিয়া (১৫) বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার ছেলে এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। পূর্ব শক্রতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে বলে দাবি করছেন পরিবারের লোকজন। এ ঘটনায় বোয়ালজুর গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালজুর গ্রামে দু‘পক্ষের মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শক্রতার জের ধরে একের পর খুন, রাহাজানি, একাধীক হামলা মামলার ঘটনা ঘটেছে। স¤প্রতি একটি হত্যা মামলায় ৫ আসামির ফাঁসিসহ কয়েক জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। এদিকে শাহনাজের মা ময়না বিবি জানান, রোববার রাত ১০টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোষ্টার লাগানোর জন্য ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জসিম আহমদ লিজুসহ খেলার সহপাঠিরা। এরপর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। রাতব্যাপি শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন। সোমবার সকাল ৭টার দিকে খবর পাওয়া যায় স্থানীয় জোয়াল ভাঙা হাওরে পড়ে আছে শাহনাজের মৃত দেহ। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ধারণা করা হচ্ছে ঘাতকরা শাহনাজকে রাতের আধারে অন্য স্থানে গলা কেটে নির্মমভাবে হত্যা করে উল্লেখিত স্থানে ফেলে রাখে।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরন করেছি। উপজেলার বোয়ালজুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ১৮ থেকে ১৯ টি মামলা মোকদ্দমা চলে আসছে।