ছানু মিয়া, হবিগঞ্জ: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার ১’শ টাকার জন্য শিশু আশিক মিয়াকে (১১) বেঁধে নির্যাতন করা হয়েছে। আশিক মিয়া উপজেলার ছয়শ্রী গ্রামের মানিক মিয়ার পুত্র। সোমবার দুপুর উপজেলার ছয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আশিক মিয়া (১১) আলহাজ্ব আব্দুল হাশিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। সে ছয়শ্রী গ্রামের লেবাস উল্লার পুত্র সোহেল মিয়ার (৩০) কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিল। ২০ টাকা করে কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও শিশু আশিক মিয়া দুই কিস্তি দিয়ে আর টাকা দেয়নি। পরে সোহেল মিয়া তার পাওনা টাকার দেয়ার জন্য আশিক মিয়াকে ঘরের কুটির সাথে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার সফিকুর রহমান সাপু তাকে উদ্ধার করেন এবং বিষয়টি মুরুব্বিদের অবগত করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিংয়ে থাকায় তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্যসহ গণমান্য ব্যক্তিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এটি একটি অমানবিক ঘটনা। আইনের মাধ্যমে অপরাধীর শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নিমলেন্দু চক্রবর্তী বলেন, আমি বিষয়টি ফেইসবুকে দেখতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে অপরাধীকে ছাড় দেয়া হবেনা।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্ত আহমেদ জামিল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোন ঘটনার বিষয়ে আমি অবগত নই।