খোলা বাজার২৪, সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬: ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জিংক ধান উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আউলিয়াপুর ইউনিয়নের সভা কক্ষে এ প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী জিংক সমৃদ্ধ ধান উৎপাদনে নানা পরামর্শ দেন। প্রধান অতিথি ছিলেন-হারভেস্টপ্লাস বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর ড.এমএ সালেক। এসময় আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, হারভেস্টপ্লাস বাংলাদেশের এআরপিও রুহুল আমিন মন্ডল, হেল্থ এন্ড নিউট্রেশন সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিরিন আকতার, প্রজেক্ট অফিসার বিলকিস বেগম প্রমুখ। কর্মশালায় আউলিয়াপুর ইউনিয়নের ৩০জন কৃষক অংশ নেয়। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে প্রতি কৃষককে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-৭৪ ধানের বীজ দেয়া হয়।