খোলা বাজার২৪, মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬: সারা দেশে স্বাধীনতাবিরোধীদের নামে যত প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে শিক্ষা সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী বছরের ১ মার্চ এ বিষয়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ কে রাশেদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এ কে রাশেদুল হক জানান, সারা দেশে এখনো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিসহ ২০ জনের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে। এ বিষয়টি আদালতের নজরে আনা হয়। এর পর আদালত উল্লিখিত আদেশ দেন।
এর আগে ২০১৫ সালের ২৯ নভেম্বর স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনা পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় আবার সম্পূরক আবেদন করেন আইনজীবী এ কে রাশেদুল হক।