খোলা বাজার২৪, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬:
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে আদালত মামলার তদন্তকারী সিআইডিকে এ আদেশ দেন।
মৌখিকভাবে আদেশের ব্যাপারে অবগত হয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান। তিনি জানান, আদেলতের নির্দেশের কপি হাতে পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
গত ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে সহকারী প্রক্টর ও ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করে।
আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়ার পর আজ পুনরায় ময়নাতদন্তের আদেশ প্রদান করে। এতোদিন দিয়াজের পরিবারও এ দাবি করে আসছিলেন।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পাওয়া যায়।
ঘটনার দুদিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় আত্মহত্যার ফলে শ্বাসরোধ হয়ে দিয়াজের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার এ প্রতিবেদন প্রত্যাখান করে দাবি করে দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।