খোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬: আজ ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জুর (বীর প্রতীক) নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে গাইবান্ধা শহরে প্রবেশ করে। এর আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের সম্মিলিত যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেলষ্টেশন সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। ফলে পাকবাহিনী আরো ভীত হয়ে পড়ে। মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে ৬ ডিসেম্বর রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাকহানাদার বাহিনীর সদস্যরা রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। ফলে ৭ ডিসেম্বর গাইবান্ধা শহরকে পুরো নিয়ন্ত্রনে নেয় মুক্তিযোদ্ধারা। ফলে গাইবান্ধা হানাদারমুক্ত হয় এই তারিখে।