Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের সাথে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিভিল সার্জন ডা. শহীদুল ইসলাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন সমস্যা নিয়ো মুক্ত আলোচনা করেন। ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপর ২টি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো: আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, সাবেক আহ্বায়ক আতিকুর রহমান টিপু, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যগ্ম সাধারণ সম্পাদক তুহিন সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়াও চারণ সাংবাদিক শেখ মো: আলী আকবর, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, গোলজার হোসেন, মাসুদ রানা, আবু হানিফ রানা, জুয়েল রানা, রুবেল, ছোটন ও হুমায়ুনসহ জেলা পর্যায়ের ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. শহীদুল ইসলাম জানান, আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে মুন্সীগঞ্জ জেলায় ১৭শ’ ৫৪টি কেন্দ্রে শিশু (৬-১১ মাস) ২১ হাজার ১জন, শিশু (১২-৫৯ মাস) ১ লাখ ৫৬ হাজার ৫শ ৩৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।