Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kমুন্সীগঞ্জে উদ্বোধন করা হলো জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬। এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বুধবার সকালে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করে পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার (৭ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে একটি র‌্যালির মাধ্যমে বিদ্যুৎ সপ্তাহ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুণ অর রশিদ, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এম এ কাদের মোল্লা, জি এম মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতারা।
এ সময় বক্তরা পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান উন্নয়ন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তাঁরা বলেন, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশে বিদ্যুৎ খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এর ই মধ্যে সদর ও টঙ্গীবাড়ি উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে। সেই সঙ্গে মুন্সীগঞ্জ জেলা সবচেয়ে লাভজনক জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও জানান তাঁরা।