খোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় আগুনে পুড়ে গেছে ৪০টি ছোট বড় দোকান। আজ বুধবার সকাল পৌনে ৮টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে পুড়ে ৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা এনবিএসকে জানান, সকালে ৭টা ৫০ মিনিটে সল্টগোলা এলাকার ঈশান মিস্ত্রীর হাটে আগুন লাগে। খবর পেয়ে ইপিজেড, আগ্রাবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। আগুনে বেশ কয়েকজন মালিকের প্রায় ৪০টি কাঁচা দোকান পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি এবং ৪০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।এদিকে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবী করেন আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। পুঁজি হারিয়ে ক্ষুদ্র দোকানদারা নি:স্ব হয়ে পড়েছে।