Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬:46
পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন , কোন প্রকল্প গ্রহণের আগে জাতীয় অগ্রগতিতে কোন ধরনের প্রকল্প কী পরিমান অবদান রাখবে, সেসব বিষয় গবেষণা লব্ধ ধারণা থাকা অপরিহার্য । পদ্ধতিগতভাবে আমাদের এগুতে হবে । বিআইডিএস এক্ষেত্রে অগ্রণী ভুমিকা রাখতে পারে । সরকারের অভিপ্রায় হচ্ছে বিআইডিএসকে আমাদের অর্থনীতির জন্য সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করা । বিশ^বিদ্যালয়ের আদলে বিআইডিএস এ ২ থেকে ৩ টি বিষয়ের ওপর সেখান থেকে মাস্টার ডিগ্রী ও ডক্টরেট ডিগ্রী দেওয়া হবে ।
মন্ত্রী আজ ঢাকায় এক হোটেলে প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন গতিশীলতা বিষয়ক বিআইডিএস আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ২০৩০ সাল হবে ক্ষুধা মুক্ত বাংলাদেশ এবং আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক। তিনি বলেন বৈশি^ক প্রেক্ষাপটে জনসংখ্যার বৃদ্ধির বিষয়টি আমাদের জন্য আতংকজনক নয় ।উন্নত বিশে^ জনসংখ্যা হ্রাস পাচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রর চলমান গতি অব্যহত থাকলে ২০৪০ সালে বাংলদেশ হবে বিশে^র ২০তম সমৃদ্ধশালী অর্থনৈতিক শক্তিশালী দেশ । পরিকল্পনা মন্ত্রী বলেন বিশে^র সাতশত চৌয়াল্লিশ কোটি জনসংখ্যাার মধ্যে ৮ কোটি দরীদ্র । ৮৯ কোটি দরীদ্র জনগোষ্ঠীর শতকরা ২০ভাগ জনগোষ্ঠী বাংলাদেশ, ভারত ,চীন ,ইন্দোনেশিয়া ও নাইজেরিয়াসহ ৬টি উন্নয়নশীল দেশে বসবাস করে। এদের মধ্যে শতকরা ২৫দশমিক ৫০ ভাগ ভারতে,শতকরা ৭দশমিক ৫০ভাগ চীনে ,নাইজেরিয়ায় শতকরা ৪দশমিক৩ভাগ বাংলাদেশে শতকরা ৩দশমিক ৬ভাগ এবং ইন্দোনেশিয়ায় শতকরা ৩দশমিক ৪ ভাগ ।
অনুষ্ঠানে বিশিষ্ঠ অর্থনীতিবীদ ড. ওয়াহিদ উদ্দীন মাহমুদ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ।