Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬: 61 চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ৭ ডিসেম্বর বুধবার দুপুর থেকে বিকেল নির্বাহী ম্যাজিস্ট্রিট মিসেস সনজিদা শারমিন এর নেতৃত্বে এ অভিযান চলে। এসময় আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার দুই পাশের বিশাল এলাকা অবৈধ দখলদারমুক্ত করা হয়।

ম্যাজিস্ট্রিট মিসেস সনজিদা শারমিন জানান চসিকের নিয়মিত অভিযানে অংশ হিসাবে ফুটপাত দখলদারমুক্ত করা এবং জনগণের পথ চলা, যানযট সাভাবিক রাখতেই অবৈধ হকারসহ সব ধরণেরঅনৈতিক স্থাপনা উচ্ছেদ করছি আমরা ।উচ্ছেকালে ডবলমুরিংথানা পুলিশ, আনসার-ব্যাটিলিয়নএবং চসিকের সেবকগন অংশ নেন।

অভিযানে আগ্রাবাদের সোনালীব্যাংক এরিয়া, লাকী প্লাজা, সিজিএস কলোনী সহ আশে-পাশের সব অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেন । চসিক সূত্রে জানান যে,এই অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবেই।