Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3nbsখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬: সীমান্তবর্তী নাফ নদী থেকে দুই বাংলাদেশী জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি।
বুধবার ভোরে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল সীমান্ত বরাবর নাফ নদী থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- লম্বাবিল গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নাজির হোসেন ভুলু (৪৮) ও সৈয়দ আলীর ছেলে আব্দুশ শুকুর (৪৫)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করতে যান। মাছ শিকার অবস্থায় ভোরে মিয়নমারের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে অপহরণ করে।
অপহৃত আব্দুশ শুকুরের ছোট ভাই আব্দুর রহিম জানান, নদীতে মাছ শিকার করার সময় মিয়ানমারের সীমান্তররক্ষী বাহিনী বাংলাদেশের জলসীমা থেকে তাদের ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে উনচিপ্রাং বিজিবি ক্যাম্প কমান্ডার এনায়েত হোসেন ও ঝিমংখালী বিজিবি ক্যাম্প কমান্ডার রাকিবুল হাসানের কাছে জানতে চাইলে তারা ঘটনাটি লম্বাবিল এলাকার হতে পারে বলে জানান।