খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: ‘বিশ্ব বিবেক জাগ্রত হোক, মানবতার জয় হোক’ এই শ্লোগান নিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচারে শিশু-নারীসহ গণহত্যা, ধর্ষণ ও পুড়িয়ে সংখ্যালঘু মুসলমানদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে সর্বস্তরের সাংস্কৃতিক-সামাজিক ও স্কাউট সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সর্বস্তরের সাংস্কৃতিক ও স্কাউট সংগঠন ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আয়োজন করা হয়।
নাট্যকর্মী মেহেদী হাসান ও তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, সনাক সদস্য ও প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, পৌরসভার সাবেক প্যােেনল মেয়র মনির উদ্দিন মনির, মোহনা টেলিভিশন ও ৭১ নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, এনটিভির জেলা প্রতিনিধি ও থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল, জাগরণী মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্মসম্পাদক এ আহসান রাজিব, স্কাউটার অমিত রায়, নাট্যকর্মী নাসিম চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট কামাল হোসেন, ক্রিকেটার সিদ্দিকুর রহমান স্বপন, নাট্যকর্মী, দ্বিপান্বিতা দে হিয়া, আহমেদ ইমতি মাসুম, রায়হান আলীম তামিম, জুবের আহমদে অপু, রবিন বণিক, অভিষেক অভি, আরএসল মিঠু পাল, তুয় রায়, স্বচ্ছ পুরকায়স্থ ও মহিম উদ্দিন, রাজ কুমার প্রমুখ
বক্তারা মানববন্ধনে, রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বারচিত ধর্ষণ ও গণহত্যার তীব্র নিন্দা জানান সেই সাথে মিয়ানমারের নির্যাতনের শিকার সংখ্যালঘু মুসলমান যারা আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্তে আসছে তাদেরকে মানবিক কারণে সাময়িক আশ্রয় প্রদান করার জন্যও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান, পরে মিয়ানমারের পরিস্থিতি শান্ত হলে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া জন্য মানববন্ধনে বক্তারা মত দেন। আর জাতিসংঘকে উদ্যোগ নিয়ে মিয়ানমারের সরকারের সাথে আলাপ আলোচনা করে সেই দেশে শান্তি ফিরিয়ে আনার জন্যও মানববন্ধনে জানানো হয়।