খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সিলেট সফরে উপজেলা ভিত্তিক কলেজ জাতীয়করণ ও শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে আত্মীয়করণের উদ্যোগ গ্রহন করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় বিসিএস ক্যাডারে আত্মীয়করণ প্রক্রিয়াধীন কলেজ শিক্ষক পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নেতৃবৃন্দরা শহরের পুরাতন শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালীটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শিল্পকলা একাডেমির হলরুমে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিসিএস ক্যাডারে আত্মীয়করণ প্রক্রিয়াধীন কলেজ শিক্ষক পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা প্রভাষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জের পাগলা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক শরাফত উল্ল্যার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক দিপু কুমার গোপ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিসিএস ক্যাডারে আত্মীয়করণ প্রক্রিয়াধীন কলেজ শিক্ষক পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মশিউর রহমান,প্রভাষক অনুপম ভদ্র,বাদাঘাট ডিগ্রী কলেজের প্রভাষক বাহাউদ্দিন,দিরাই ডিগ্রী কলেজের প্রভাষক সন্দীপন দাস,জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক ফয়সল আহমেদ,দোয়ারাবাজার ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম,হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক প্রভাষক অনুপ রায়,মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক প্রভাষক আব্দুল সুমিত চৌধুরী,সিলেট জেলা কমিটির আহবায়ক প্রভাষক মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।
শিক্ষক নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ৩২১টি কলেজ জাতীয়করণ ও শিক্ষকদেরকে বিসিএস শিক্ষা ক্যাডারে আত্মীয়করণের উদ্যোগ গ্রহন করায় মহান বিজয়ের মাসে জাকশিপ,সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানান এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানান।