Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: ভোলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার ৫ নারীকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের হল রুমে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল হালিম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা লেডিস ক্লাবের সাধারন সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আকতার হোসেন প্রমুখ।

পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে জেলা প্রশাসন এর সহযোগীতায় জীবন যুদ্ধে যে নারীরা জয়ী হয়েছে সেই সব নারীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য লাভ করায় আয়শা বেগম,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য ভাল করায় নাসরিন, সফল জননী নারী মমতাজ বেগম,নির্যাততনের বিভিষিকা মুছে ফেলে নতুর উদেÍ্যাগে জীবন শুরু করা নারী বিবি হাজেরা,সমাজ উন্নয়নে অসমান্ন উন্নয়নের জন্য রোসনা বেগম।

এসময় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। উনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে বেগম রোকেয়া নারী জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভূমিকা পালন করেন। তিনি তাঁর লেখনি ও কাজের মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানেন। নারী-পুরুষের বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরনা যোগাবে বলে জানান।