Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: সুনামগঞ্জ জেলা অটো টেম্পু,অটো রিক্রা ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি,সাধারন সম্পাদকসহ ১১টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

শুক্রবার বিকেল ৪টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অটো টেম্পু,অটো রিক্রার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার রওনক আহমদ বখতের নিকট মনোনয়নপত্র জমাদান করেন, সভাপতি পদে মোঃ মছন মিয়া, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল আহাদ খাদিম, মোঃ সুন্দর আলী, বাহার মিয়া এবং সাধারন সম্পাদক পদে হারুণ রশিদ, সামছুল হক, সহ সাধারন সম্পাদক পদে আল-আমীন, কোষাধ্যক্ষ পদে নুরুল আহমদ, গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল খায়ের, আবু সামা এবং সদস্য পদে মোঃ নজরুল ইসলাম, সায়েম আহমদ, মোছাদ্দিক হোসেন, সায়েম আহমদ, মোবারক মিয়া, মোজহিদ আলী, জহিরুল ইসলাম, আব্দুল হেকিম, জুয়েল মিয়া সহ ১১ পদে এ যাবত পর্যন্ত মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মালিক সমিতির সহ সভাপপিত আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন,বড়কাপন শাখার সভাপতি ইলিয়াছ আলী দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাসুক মিয়া, সাধারন সম্পাদক জিয়াউর রহমান,শ্রীপুর শাখার সভাপতি শাহীন মিয়া,দোহালিয়া শাখার সভাপতি আখুল মিয়া,ছাতক শাখার সভাপতি মকবুল হোসেন ও সাবেক নির্বাচন কমিশনার মোঃ হেলাল,ফকরুদ্দিন তালুকদার, মোঃ ইমরান হোসেন,কালা মিয়া,আব্দুল মন্নান,আমির আলী,আইনুল ইসলাম,কাওসার মিয়া,মামুন তালুকদার,মোঃ ইমরান হোসেন, মোঃ নিজাম উদ্দিন,নুর হোসেন,লেচু মিয়া শাহীনুর মিয়া,পারভেজ আহমদ,বকুল মিয়া,মকবুল হোসেন,ইলিয়াছ মিয়া,মোঃ শফিকুল ইসলাম,ফজর আলী,ইমামুল হক টিপুসহ প্রমুখ।

উল্লেখ্য আগামী ৩১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা জলা অটো টেম্পু,অটো রিক্রা ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনে ১৬৬৯ জন শ্রমিক ভোটর ১১জন প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানা যায়।