Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬:  ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন হয়েছে। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন এ কমিটির সভাপতি অরবিন্দ আচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, এনজিও কর্মী আব্দুল হাই প্রমুখ।