খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মিনু রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
আলোচনায় অংশ নেন ইউএনও রওশন আরা পলি, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. কোরবান আলী প্রমুখ। সঞ্চালক ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত হোসেন।