Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51kখোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে ড্যারেন স্যামির রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে তৃতীয়বারেরমত শিরোপা নিজেদের করে রাখলো সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
শুক্রবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। সাকিব আল হাসানের ঢাকা শিরোপা নির্ধারণী ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।
ঢাকা ডায়নামাইটসের সংক্ষিপ্ত স্কোর : ২০ ওভারে ১৫৯/৯ (মেহেদী মারুফ ৮, লুইস ৪৫, নাসির ৫, মোসাদ্দেক ৫, সাঙ্গাকারা ৩৬, ব্রাভো ১৩, রাসেল ৮, সাকিব ১২, আলাউদ্দিন ১, সানজামুল ১২*, জাইদ ০*; উইলিয়ামস ১/৩৬, ফরহাদ ৩/২৮, মেহেদী মিরাজ ১/২২, আফিফ ১/২৩, স্যামি ১/২২, নাজমুল ০/১৩, প্যাটেল ১/৮)।
রাজশাহীর কিংসের হয়ে ফরহাদ রেজা তিনটি, কেরসিক উইলিয়ামস, ড্যারেন স্যামি, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, সামিত প্যাটেল এরা প্রত্যেকেই নেন একটি করে উইকেট।
১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ড্যারেন স্যামির রাজশাহী কিংস ১৭.৪ ওভার ব্যাট করে গুটিয়ে যাওয়ার আগে রাজশাহী মাত্র ১০৩ রান তোলে।
রাজশাহী কিংস: ১৭.৪ ওভারে ১০৩/৯ (নুরুল ৫, মুমিনুল ২৭, সাব্বির ২৬, প্যাটেল ১৭, ফ্র্যাঙ্কলিন ৫, স্যামি ৬, আফিফ ৪*, মেহেদী মিরাজ ১, ফরহাদ ২, উইলিয়ামস (রিটায়ার্ড হার্ট) ৪, নাজমুল ১; জাইদ ২/১২, রাসেল ১/২১, সাকিব ২/৩০, ব্রাভো ১/২০, সানজামুল ২/১৭)। ফল: ঢাকা ৫৬ রানে জয়ী।
সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন দল ২ কোটি টাকা। আর রানার্সআপ ড্যারেন স্যামির রাজশাহী কিংস পাবে ৭৫ লাখ টাকার প্রাইজমানি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন একটি মোটর সাইকেল।