Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: দশ বছর বয়সী শিশু মিনারা ওরফে মিম নামে এক গৃহপরিচালিকাকে হত্যার অভিযোগ করেছে শিশুটির পরিবার। বাগেরহাটের চিতলমারীতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী।

হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিতলমারী এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

মিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার কাঠিপাড়া গ্রামের দরিদদ্র মোরসেল সরদারের ১০ বছরের শিশু কন্যা মিনারা ওরফে মিমকে ঢাকায় ব্যাংকার রুহুল আমীন ও পলি দম্পতির বাসায় এক বছর আগে কাজ করতে আসে।

গত বুধবার দুপুরে মিমের মা আনজিরা বেগম ফোনে জানানো হয়, তার মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে মিমের লাশ গ্রামের বাড়ি কাঠিপাড়া পৌঁছলে তার পরিবার ও এলাকাবাসী দাবি করে এটিকে পরিকল্পিত হত্যা।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, নিহত শিশুর লাশের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ঢাকার খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা রেকড করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোটের ভিত্তিতে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।