খোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ দোকান মালিক সমিতি ডিমলা শাখার ১ম বর্ষপূর্তী ও ডিমলা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম সরকার কে সংবর্ধনা প্রদান উপলক্ষে বাবুর হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় একটি আলোচনা সভা আশরাফ উল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম সহ সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি নীলফামারী জেলা শাখা।
সভায় বক্তব্য রাখেন আতিয়ার রহমান সম্পাদক বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখা, আলী আহসান মুর্তুজা লেলিন সাধারন সম্পাদক বাংলাদেশ দোকান মালিক সমিতি ডিমলা শাখা, আলহাজ্ব আসাদুজ্জামান জুয়েল সহ সভাপতি দোকান মালিক সমিতি ডিমলা শাখা, আঞ্জারুল ইসলাম সোহাগ সরকার সাংগঠনিক সম্পাদক দোকান মালিক সমিতি ডিমলা শাখা।
সভাটি সঞ্চলনা করেন সরোয়ার জাহান সোহাগ। সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।