খোলা বাজার২৪, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬: মহান বিজয় দিবস ও মহাজোট সরকারের আট বছর পূর্তিতে নোয়াখালীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে নোয়াখালী পৌর শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.বেলালের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য মো. খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক ইকবাল করিম তারেক, জেলা যুবলীগ নেতা নাজমুল আলম মঞ্জু, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক নুরে আলম সিদ্দিকী রাজু।
শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা মো. বেলাল হোসেন, শ্রমিক নেতা অজি উল্যা নয়ন, আবদুল ওহাব মোহন।
সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অংশগ্রহন করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।