শুক্র. মে ১৭, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬: আমার মধ্যে অহংকার চলে আসতে পারে। একারণে সংবর্ধনা আমি একদমই পছন্দ করি না। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ঢাকাস্থ নোয়াখালী জেলার সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে এ সংবর্ধনা দেয় নোয়াখালী সমিতি। গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, এগুলো (সংবর্ধনা) না করে জনগণের সঙ্গে মতবিনিময় করুন, আলোচনা সভা করুন, জনগণের সমস্যা তুলে ধরুন। আর সংবর্ধনা আমি একদমই পছন্দ করি না। মাত্র কিছুদিন আগে আমি সাধারণ সম্পাদক হয়েছি, তখন থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে এমন কিছু আমি করতে পারিনি যে আমাকে সংবর্ধনা দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, আমি আজ যে রাজনৈতিক অবস্থানে এসেছি, তা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং দেশের উন্নয়নের জন্য। আমি আপনাদের সহযোগিতা চাই। তিনি বলেন, ব্যক্তিগত কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে নোয়াখালী জেলা সংক্রান্ত কোনো বিষয়ে আমার কাছে আসলে আমি সহযোগিতা করতে পারবো। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, নোয়াখালী জেলা সমিতির সভাপতি মো. সাহাবুদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।