খোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬: উপজেলা আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা মামলার ছয় দিন পেড়িয়ে গেলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে হত্যার সুষ্ঠ বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা। রবিবার সকাল ১১টায় নিহতের ইউনিয়ন থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহরে প্রবেশ করে। সাথে যুক্ত হয় উপজেলা আওয়ামী লীগের আরেকটি মিছিল ও বিএনপি এবং জাসদের নেতা কর্মীরা। বিক্ষোভ শেষে বাসস্ট্যান্ড চত্তরে মানববন্ধনে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম এ্যাডভোকেট, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া, আজহারুল ইসলাম আজহার, আওয়ামী লীগ নেতা মর্তুজ আলী। এছাড়া বিক্ষোভে অংশ নেয় থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, জাসদ নেতা নুরুল আমিন নান্নু, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার, সাবেক পৌর কমিশনার মাহমুদুল হাসান প্রমুখ। এ ঘটনায় কাউকে আটক করতে না পারা ও মামলা ভিন্ন দিকে প্রভাবিত না করতে সংশ্লিষ্টদের সর্তক করেন বক্তব্যরা। অবিলম্ভে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তাঁরা। উল্লেখ্য গত ৬ ডিসেম্বর রাতে রকিবুল ইসলাম ফরিদকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে রাখে। মঙ্গলবার অজ্ঞাতব্যক্তিদের আসামী করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।