Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬:  50দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের ষাড়াসি অভিযানে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে, ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৯ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল রবিবার সকাল ৭টায় ফুলবাড়ী উপজেলার বর্ম্মচারী নামক স্থানে, অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেন্সিডিল ও গত শনিবার সন্ধায়, উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটের নিকট মোঃ সাইফুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে, ৯ ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী জানান, গোপন সংবাদের বিত্তিতে গতকাল রবিবার সকাল ৭টায়, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আবু হায়দার মোঃ ফয়জুর রহমানের নেতৃত্বে, থানার সঙ্গিয় ফোর্স, উপজেলার বর্ম্মচারী নামক স্থানে অভিযান চালালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে, মাদক পাচার কারী চক্ররা দুটি ব্যাগ রেখে পালিয়ে যায়, পরে ব্যাগ দু’টি তল্লাশী করে ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে । এই ঘটনায় এসআই আব্দুল মান্নান ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন। অপরদিকে গত শনিবার সন্ধায়, গাঁজা চাষি আটপুকুর হাট এলাকার বাসীন্দা সাইফুলের বাড়ীতে অভিযান চালিয়ে, তার বাড়ীর আঙ্গিরায় লাগানো ৯ ফুট লম্বা একটি গাঁজার গাছ তুলে আনেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে, গাজা চাষি সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানার এসআই শাহ আলম সরদার বাদি হয়ে ওই দিন রাতে, বাড়ীর মালিক মোঃ ছবেদ আলীর পুত্র, গাজা চাষি সাইফুলকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। তবে থানায় পৃথক ভাবে দুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।