Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬:  আসন্ন ২৮ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন নির্বাচনে ১০ নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাহবুব হাসান পান্না।
আজ রবিবার দুপুর সাড়ে ৩টায় সাবেক ছাত্রনেতা পান্না ও তার পক্ষের লোকজন জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন।
এ ব্যাপারে পান্না’র সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁপাইবার্তাকে বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতাদের অনুরোধ ও স্থানীয়ভাবে দলের বৃহত্তর স্বার্থেই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলায় মোট ভোটার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০৫ এবং নারী ভোটার ১৫৪ জন। নির্বাচনে জেলার পাঁচটি উপজেলা পরিষদ, চারটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ১৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।