খোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬: জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি।
৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মোহাম্মদ সরওয়ার রোববার সকাল পৌণে ১০টায় ভারতীয় ফেনসিডিল জব্দের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন নিজস্ব বেসামরিক সোর্সের সংবাদের ভিত্তিতে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির সদস্যরা গত শনিবার (১০.১২.১৬) সন্ধ্যা পৌণে ৭টায় সুবেদার আব্দুল মোতালেবের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৭/১৬-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত এলাকার শিয়ালমারা আমবাগান নামক স্থান অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল সেখান থেকে মালিক বিহিন ১৪ হাজার ৪ শত টাকা মূল্যের ৩৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তিনি বলেন, সীমান্তে সকল ধরনের মাদক দ্রব্যাদি চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত ফেনসিডিল পরবর্তীতে নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।