Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: চাঁপাইনবাবগঞ্জে ধূমপান নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলার সকল ম্যাজিট্রেট এক অনুষ্ঠিত হয়েছে। টোব্যাকো ফ্রি কিডসের সহযোগীতায় বাংলাদেশ সেন্টার ফর ডেভলপমেন্ট প্রোগ্রাম বিসিডিপি সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট এরশাদ হোসেন খানের সভাপতিত্বে ধূমপানের আইন বাস্তবায়নে ম্যাজিট্রেটদের দায়িত্ব ও মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্টান ও তামাক কোম্পানীকে আইনের আওতায় আনার বিষয় উপস্থাপন করেন বিসিডিপি সংস্থার নির্বাহী পরিচালক আলতাব হোসেন।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নিবার্হী অফিসার মো. রাশেদ ওয়াসিফ, গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার কে এম আলমগীর কবীর, ভোলাহাট উপজেলা নিবার্হী অফিসার শারমিন ইয়াসমিন এবং জেলা ধূমপান বিরোধী কোয়ালিশনের আহ্বায়ক মো. আব্দুল হান্নান।
সংস্থার প্রোগ্রাম অফিসার মনোয়ার হোসাইন বলেন, সরকারের এই আইন বাস্তবায়নে বিভিন্ন ষ্টোক হোল্ডারদের নিয়ে আইন বাস্তবায়নের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিসিডিপি। আর তাই আশা করা যায় সকল জনগন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন বাস্তবায়নে সহযোগীতা করবে। এ সময়মতবিনিময় উপস্থিত সকল ম্যাজিস্ট্রেটগন যথারীতি আইন বাস্তবায়নের জন্য একমত পোষণ করেন।