Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: চেকপোষ্ট বেনাপোল ও পেট্টাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ঈদে মিলাদুনবীর ছুটিতে বন্ধ থাকে দুপারে বন্দর ও কাষ্টমসের কার্য্যক্রম। ফলে দুপারের বন্দর সড়কে কয়েকশত পন্যবাহি ট্রাক আটকা পড়েছে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। বেনাপোল চেকপোষ্ট কাষ্টম ও ইমিগ্রেশন রয়েছে খোলা।

বেনাপোল বন্দর সহকারি পরিচালক আব্দুল জলিল জানান, ঈদে মিলাদুনবী উপলক্ষে দুপার বন্দর ও কাষ্টমসে সরকারি ছুটি থাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দর ও কাষ্টমসের কাজকর্ম। তবে সকাল থেকে৫৬টি খালি ট্রাক ভারেতে ফিরে গেছে বলে জানান তিনি।

বেনাপোল-পেট্রাপোল স্থল সীমান্ত পথে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইববাল মাহমুদ।

বুধবার সকাল থেকে পুরোদমে চলবে আমদানি-রফতানিএমনটাই জানান বন্দর কর্মকর্তা।