খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: নড়াইলের লোহাগড়ার নলদী ইউপির জালালসী এলাকায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৩০) উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করে।
জানা গেছে,জালালসী গ্রামের আবুল হোসেনের বাড়ির এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে গ্রামবাসি স্থানীয় নলদী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সূত্র জানায়,লাশের গলা ও হাত পা রশি দিয়ে বাঁধা রয়েছে। লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম এ বিষয়ে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।