খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: রাজশাহীর বাগমারা উপজেলায় হত্যা মামলার এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার ) করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪২)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের দুলাল হত্যা মামলার ১ নম্বার আসামি। মঙ্গলবার দুপুরে পুলিশ আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। ইসমাইল হোসেনের পরিবারের দাবি, ইসমাইলকে হত্যা করে লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ইসমাইল হোসেন ওই গ্রামের লিটন আলীর ছেলে। ইসমাইলের আত্মীয়স্বজন জানিয়েছেন, গত সোমবার বিকেলে ইসমাইল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন সাইপাড়া গ্রামের এক আমবাগানে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন। পরে খবর পেয়ে তাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টায় বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বাসুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান জানান, ইসমাইল হোসেন ওই গ্রামের দুলাল হত্যা মামলার আসামি ছিলেন। গত বছরের মার্চ মাসে ভুট্টাখেতের ভেতর দিয়ে যাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুলাল হোসেন মারা যান। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন ইসমাইল হোসেন। তিনি ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতেই ছিলেন। তবে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে তিনি কয়েক দিন আগে চেয়ারম্যানের কাছে জানিয়েছিলেন। তবে ইসমাইল হোসেনের স্বজনরা অভিযোগ করে বলেন, হুমকির কথা ইসমাইল তাঁদেরকে জানিয়েছিলেন। যারা হুমকি দিয়েছে তারাই ইসমাইলকে হত্যার পর লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, নিহতের পকেটের হাতে লেখা একটি চিঠি পাওয়াগেছে। এবং তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, এটা হত্যা না আত্মহত্যা।