খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী শেষে মডেল রিসোর্স সেন্টার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান,মডেল কেয়ারটেকার মোশারফ হোসেন,জিসি জামাল হোসেন প্রমূখ। সভা শেষে মিলাদ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।