Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: ফেনীতে এক কক্ষে থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহ মা মর্জিনা আক্তার মুক্তার (২৭) সাথে নানার বাড়িতে সায়িত হলেন দুই সন্তান শিশু পুত্র মহিন মাহমুদ (৩) ও মেয়ে তাসলিম মাহমুদ মাহি (৮)। মঙ্গল সন্ধ্যায় ময়না তদন্ত শেষে শহরের পশ্চিম রামপুরে উজির আলী ভূঞা বাড়ীতে তাদের দাফন করা হয়।

ফেনী সদর হাসপাতালের আর,এমও ডা: অসীম সাহা জানান, ময়না তদন্ত শেষে আলামত চট্রগ্রামের সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

উলেখ্য, সোমবার সন্ধ্যা ৭ টায় ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ায় ইটালী প্রবাসীর স্ত্রীসহ দুই শিশু সন্তানদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তালাবব্ধ ঘরের দরজা ভেঙ্গে ওই তিন উদ্ধার করে পুলিশ । আজ
মঙ্গলবার সন্ধ্যায় ময়না তদন্ত শেষে তাদের মরদেহ দাফন করা হয়।

লাশগুলো মর্জিনা আক্তার মুক্তার পিত্তিক বাড়ীতে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আশেপাশের মানুষ এক নজর দেখতে ভিড় করেন ওই বাড়িতে ।