Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: মহান বিজয় দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে ’১৬ ডিসেম্বর মৃত্যূঞ্জয়ী বাংলাদেশ ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে । ঢাকায় জাতীয় সংসদ ভবনকে কেন্দ্র করে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের ত্রিমাত্রিক প্রক্ষেপনের মাধ্যমে ব্যতিক্রম আঙ্গিকে ভিন্ন মাত্রার এ অনুষ্ঠানটি প্রদর্শন করা হবে ।

পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনসহ স্বাধীনতা সংগ্রামের খন্ডচিত্র, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের চিত্র ।

অনুষ্ঠানটি একইসাথে রাজধানীর খামারবাড়ী, খেজুরবাগান, আসাদগেট, গণভবন, সোনারগাঁও মোড় এবং বনানী মাঠ প্রাঙ্গণে এলইডি স্কিনে প্রদর্শন করা হবে ।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপসমূহ বর্তমান সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ মহান স্বাধীনতা সংগ্রামের পোস্টার ও ব্যানার ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিভিন্ন ছবি প্রদর্শন করার উদ্যোগ নেয়া হয়েছে ।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন ।