Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

unnamedখোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: গত ১৩ই ডিসেম্বর রোজ মঙ্গলবার পুলিশি নির্যাতনে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ সহ ২জন হত্যার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগের আয়োজনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ক সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বলেন, পুলিশ নির্মমভাবে আমাদের শিক্ষক আবুল কালম আজাদ সহ ২জনকে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাই এবং সকল বেসরকারী শিক্ষকদের চাকুরি জাতীয়করনের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। মানবন্ধন শেষে কালিবাড়ি রোডে বরিশাল কমপ্লেক্স মিলনায়তনে বরিশাল বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বিভাগীয় আহবায়ক সহকারী অধ্যাপক আলমগীর হোসেন সভাপত্তিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সদস্য সচিব সহকারী অধ্যাপক রুহুল আমিন, উপদক্ষ্য জাহাঙ্গীর হোসেন, মাহাবুবুর রহমান মাষ্টার, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, প্রভাষক শাহি-ই-আলম জহির, প্রভাষক কাজী আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ছাইদুর রহমান। সভায় বক্তারা সকল বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন শিক্ষকদের মুক্তির একমাত্র পথ বলে জোড় দাবি জানান। এছাড়াও সরকারের কাছে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি সহ সকল সরকারী সুযোগ সুবিধা প্রনয়ন করারও জোড় দাবি জানান।