খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। এতে বিএনপির প্রার্থীর প্রচারে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে ধানের শীষে ভোট চেয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তবে আইভীও উল্টো আফরোজা আব্বাসের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। হাসিমুখে তাদের এই ভোট চাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই।
জানা গেছে, গত কয়েকদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে নারায়ণগঞ্জে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে সাখাওয়াতের পক্ষে প্রচারে অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যান আফরোজা আব্বাস। প্রথমে বেলা ১১টার দিকে আফরোজা চলে যান আইভীর নারায়ণগঞ্জের বাসায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে কিছুক্ষণ পর চলে আসেন।
পরে বিকালে গণসংযোগকালে সাক্ষাৎ হয়ে যায় আইভীর সঙ্গে। আইভী এ সময় গাড়িতে ছিলেন। আফরোজা আব্বাস এগিয়ে গেলে তিনি গাড়ির গ্লাস নামিয়ে কুশলাদি বিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আইভীর হাতে লিফলেট ধরিয়ে দেন আফরোজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজা আব্বাসের তাক লাগিয়ে দেয়া এমন আচরণে প্রথমে আইভী কিছুটা অপ্রস্তুত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নিয়ে তিনিও নৌকা প্রতীকে ভোট চান এবং আফরোজাকেও নৌকার পক্ষে প্রচার চালাতে অনুরোধ করেন। এ সময় হাসিমুখে দুজনের মধ্যে হালকা কথাবার্তাও হয়। তবে দুজনের গণসংযোগের তাড়া থাকায় এই সাক্ষাৎপর্ব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে সংঘাতপূর্ণ রাজনৈতিক কালচারের মধ্যে দুই দলের এই সৌহার্দ্যপূর্ণ আচরণকে সবাই ইতিবাচক হিসেবেই দেখছেন।