Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: সিডনি সিক্সার্সের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই বৃষ্টি নামে নর্থ সিডনি ওভালে। প্রায় ঘণ্টা খানেক পর বৃষ্টি থামে। সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪। রিয়াদ-মুশফিকের ব্যাটে সেই রান টপকে গেছে বিসিবি একাদশ।

জবাব দিতে নেমে সৌম্য-ইমরুল বেশ ভালোই শুরু করেন। প্রতিপক্ষ অধিনায়ক জন বোথা শুরুতে বল করতে আসেন। দলীয় ২৯ রানের মাথায় ইমরুল প্রথম সাজঘরে ফেরেন। এরপরই সাব্বির আউট হলে অতিথিরা কিছুটা বিপদে পড়ে। এরপর চতুর্থ ওভারে সাজঘরে ফিরে যান সাব্বির। বাংলাদেশ তখন ৩৭ রানে।
এরপর মুশফিক আর রিয়াদ ছোটোখাটো ঝড়ে ম্যাচ শেষ করেন। শেষ ২৪ বলে দুজনে মিলে ৪১ রান তোলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালো খেলে সিডনি। কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে তারা। এরপর দ্রুত ৫টি উইকেট শিকার করেন তাইজুল-তাসকিনরা। শেষ পর্যন্ত কিছুটা থেমে যায় সিডনির রান তোলার গতি। সিডনির হয়ে হিউজ করেন ৪৭ রান। রয়ের ব্যাট থেকে এসেছে ৪২।
শেষ ওভারে ৩ উইকেট হারায় সিক্সার্স। তারপরও হাল ছাড়েননি স্বাগতিকরা। জর্ডান সিল্কের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সিডনি। ৩৫ রান করে সাজঘরে ফেরেন সিল্ক।
বাংলাদেশের হয়ে বেশ কিপটে বোলিং করেছেন দলনেতা মাশরাফি। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি নিয়েছেন ১টি উইকেট। ৪ ওভার বল করে ৩৮ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়া তাইজুল ইসলাম ৩৮ রান দিয়ে দখল করেন ২টি উইকেট। এ ম্যাচে খেলছেন না সাকিব, মোস্তাফিজ ও তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, তানভীর হায়দার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
সিডনি সিক্সার্স একাদশ:
শন অ্যাবোট, স্যাম বিলিংস, ইয়োহান বোথা, রায়ান কার্টার্স, সৌমিল চিব্বার, বেন ডোয়ারসিস, ব্র্যাড হাডিন, জেসন রয়, ড্যানিয়েল হিউজ, জোয়ি মেন্নি, জর্ডান সিল্ক।