খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: বিএসজেএ হ্যামার ষ্ট্রেংথ মিডিয়া কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টে পূর্বকোন চ্যাম্পিয়ন হয়েছে।১২ ডিসেম্বর রাতে এমএ আজিজ ষ্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক পূর্বকোন দল সরাসরি ২-০ সেটে চানেল ২৪ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। দৈনিক পূর্বকোনের পক্ষে অংশ নেয় দেবাশিষ বড়–য়া দেবু ও শওকত ওসমান।অপরদিকে চানেল ২৪ এর পক্ষে অংশ গ্রহন করে সেলিমউল্লাহ ও আবু জাহেদ।এর আগে অনুষ্ঠিত ২ টি সেমিফাইনালে পূর্বকোন সরাসরি সেটে বাংলানিউজ এবং চ্যানেল ২৪ একই ব্যাবধানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দলকে পরাজিত করে। বিএসজেএর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েকদিনের মধ্যে একটি অনারম্বর আনুষ্ঠানিকতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে ।
উল্লেখ্য সপ্তাহব্যাপী এ টূর্নামেন্ট এ স্থানীয় ,জাতীয় ও টিভি চ্যানেলের ২৪টি দল অংশ নেয়।