খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো-২০১৬ কম্পিউটার মেলা । বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত ৫ দিন ব্যাপি এ কম্পিউটার মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আজ বুধবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কম্পিউটার মেলার আহবায়ক কামরুল হাসান ছিদ্দিকী বাপ্পী।
তিনি জানান মেলায় ৬টি প্যাভিলিয়নে ৮৯টি স্টলে তথ্য প্রযুক্তির ৫০টি দেশী বিদেশী প্রতিষ্ঠান তাদেও পন্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে।মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হালনাগাদ সংস্করনের প্রযুক্তি পন্য এবং ডিজিটাল জীবনধারা ভিত্তিক পন্য ও সেবা প্রদর্শন করা হবে। তথ্য প্রযুক্তিবিশে^ও নতুন সব আবিস্কারের খোঁজ মিলবে এ মেলায়।
এসময় বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জুয়েল, বিসিএস ডিজিটাল এক্সপো’র প্লাটিনাম স্পন্সর স্মার্ট টেকনোলোজি’র খাইরুল আলম ইমন, এক্সল টেকনোলোজির সাদেক মো. ইমতিয়াজ, ফোরকান মোল্লা উপস্থিত ছিলেন।