Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬:44
দিনাজপুরের বড়পুকুরিয়া খনির পুর্ব ঘোষিত শ্রমিক ধর্মঘট কর্মসুচি কর্তৃপক্ষের সমঝোতার আশ্বাসে আগামীকাল ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষনা করেছেন, বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
গতকাল বুধবার সকাল ১১ টায় বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিঃ এর প্রসাশনিক কার্য্যলয়ের সামনে, শ্রমিকরা বর্ধিত সভাকরে এই সিদ্ধান্ত ঘোষনা করেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্ঠা সাবেক পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক আবু সুফিয়ান , সাবেক সাধারন সম্পাদক নুর ইসলাম ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা ।
বড়পুকুরিয়া কয়লা খনির কর্মরত শ্রমিকরা তাদের চাকুরী স্থায়ী করনের দাবীতে গত ৮ ডিসেম্বর খনির প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে, গত ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে,গতকাল ১৪ ডিসেম্বর শ্রমিক ধর্মঘট কর্মসুচি ঘোষনা করেন। এই ঘোষনার প্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর বেলা ১২টায়, বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএন আওরঙ্গজেব পিইঞ্জ, এর নেতৃত্বে খনির সভাকক্ষে শ্রমিকদের সাথে সমজোতা বৈঠক বসে। সমজোতা বৈঠকে খনি কর্তৃপক্ষ আন্দোলন রত শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করার জন্য অণুরোধ করায়, শ্রমিকরা গতকাল বুধবার বেলা ১২ টায়, খনির প্রসাশনিক ভবনের সামনে সভা করে, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসুচি স্থগিত ঘোষনা করেন।