খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬:
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মোট ১৬লাখ ৬৬হাজার ২শ’৭০ টাকার মধ্যে প্রত্যেক শ্রমিক পান ১লাখ ১০হাজার ৯৩ টাকা করে। এলজিইডির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গ্রামীন অবকাঠামো উন্নয়নে অথ্যাৎ সড়কের দুই পাশ মেরামত, সড়ক রক্ষণাবেক্ষণ বিগত ৬বছর যাবৎ কাজ করেছেন ওই সকল নারী শ্রমিকরা। বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার (১৪.১২.১৬) চেক বিতরণ অনুষ্ঠানে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশন আরা পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক শাহাজাহান মীরদ্হা পিকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু প্রমুখ।