Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬:50
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড়ইন্দারা মোড়ের পৌরসভার সামনে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। পরে ১৯৭১ সলের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে পাকিস্থানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। কিন্তু তাদের স্বপ্নকে মুছে ফেলতে পারেনি। আমরা আমাদের কাজের মাধ্যমে শহীদদের বাঁচিয়ে রাখব। তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেম নিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।