Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ১৪ ডিসেম্বর বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসে নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিবসটির সূচনা করা হয়। উপজেলার ডাঙ্গারহাট ট্রাজেডি বদ্ধভূমি চত্তরে দিকসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ডিমলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে বাংরাদেশ আওয়ালীলীগ ডিমলা উপজেলা শাখা। উপজেলা ৭১’র শহীদদের গোরস্থানে জিয়ারত ও দোয়া মাহফিল, শহীদ বেদিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলার বালাপাড়া ইউনিয়ন ডাঙ্গারহাট ট্রাজেডি বদ্ধভূমিতে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: জহুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম। সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: সহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সামছুল হক, বীর মুক্তিয়োদ্ধা আলহাজ আশরাফ আলী প্রমুখ। আলোচনা সভায় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১১ টি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে নগদ ৫’শ টাকা ও একটি করে শীতবস্ত্র কম্বল তুলে দেন সভার প্রধান অতিথি সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।