নাটোর: নাটোরের লালপুরে ২টি বিদেশী রিভালবারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চিনিরবটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫রাউন্ড গুলি, ৩রাউন্ড গুলির খোসা এবং ২টি মোটরসাইকেল জব্দ করা করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদের নের্তৃত্বে উপজেলার চিনির বটতলা নামক স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় ২টি বিদেশী রিভালবার, ৫রাউন্ড গুলি, ৩রাউন্ড গুলির খোসাসহ ৬জনকে আটক করা হয়। আটককৃতরা হল, আতাউর রহমানের ছেলে আরিফুল(১৯), আসাদুলের ছেলে জীবন(১৮), জমিরের ছেলে জনি(১৮), দুলালের ছেলে সুমন(২০), সোনার ছেলে শিমুল(১৮) ও মোহরকয়ার ছেলে রবিন(১৮)।
ওসি আবু ওবায়েদ আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।