Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jamalpurখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: ময়মনসিংহে ট্রেন পরিচালকদের (গার্ড) গুদামঘর (স্টোর কক্ষ) বেদখল হয়ে যাওয়ার প্রতিবাদে এ অঞ্চলের সকল ট্রেন পরিচালকরা কর্মবিরতি পালন করেন। এতে ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

জামালপুর রেলস্টেশন সূত্র জানায়, রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ট্রেন পরিচালকদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও গার্ডবক্স, ফ্রগ সিগন্যাল রাখার জন্য একটি গুদামঘর ছিল। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ওই গুদামঘরটি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিরা দখল করে নেন। এর প্রতিবাদে ময়মনসিংহ অঞ্চলের সকল ট্রেন পরিচালকরা বুধবার ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন।

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী লোকাল ২৫৪ নং আপট্রেন দুপুর একটা ও ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা ট্রেন জামালপুর স্টেশনে আটকা পড়ে দুপুর ২টায়। এতে দুটি ট্রেনের হাজার হাজার যাত্রী ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন। পরিচালকদের কর্মবিরতি প্রত্যাহার করা হলে দুপুর সাড়ে তিনটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

অগ্নিবীনা ট্রেনের যাত্রী মোঃ আনোয়ার হোসেন বলেন, দুপুর ২টায় জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি আটকিয়ে দেয়। পরে শুনতে পারি গার্ডদের কক্ষ বেদখলের জন্য তারা ট্রেনের যাত্রীদের জিম্মি করে এই কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টার মোঃ জহুরুল ইসলাম বলেন, ময়মনসিংহে ট্রেন পরিচালকদের (গার্ড) গুদামঘর (স্টোর কক্ষ) বেদখল হয়ে যাওয়ার প্রতিবাদে এ অঞ্চলের সকল ট্রেন পরিচালকরা কর্মবিরতি পালন করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় বেলা সাড়ে ৩টায় কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল শুরু হয়।