Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোর মিছিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আলোর মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী প্রদান ও আলোচনা সভা হয়। ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইকরামুল হক, সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খাঁন, অফিসার ইনচার্জ আমিরুজ্জামান, পৌর কমান্ডার নুরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ইত্তেফাক সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চল, মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ মোহন রায়, হাফিজুল ইসলাম, লিয়াকত আলী, আজিজুল ইসলাম ও আব্দুল হাই, শহিদ সন্তান আজাহারুল ইসলাম ও আসাদুজ্জামান প্রমূখ।