Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা, ক‌্যু, অভ্যুত্থান, সন্ত্রাসের রাজনীতি দেশের আর্থসামাজিক অগ্রগতির পথ রুদ্ধ করে। তবে কেউ এ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ৯৮-৯৯ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন- শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের মূল লক্ষ্য গ্রামাঞ্চল। গ্রামের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জানান, দেশে এখন প্রবৃদ্ধির হার ৭.১১ ভাগ এবং ৩২ বিলিয়ন ডলার রিজার্ভ। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সবাইকে উদ্ভাবণমুখী হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে সফলভাবে কোর্স শেষ করা কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

পাকিস্তান আমলে বাংলাদেশীরা বৈষম্য শিকার হয়েছেন। সরকারি বেসরকারি স্বাধীনতার মুল লক্ষ ছিল মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে দেশকে ভালো অবস্থানে নিয়ে যান। অর্থনৈতিক মন্দার মধ্যেও ব ব দেশকে এগিয়ে নিয়ে যান প্রবৃদ্ধির দিকে। ১৯ বার দেশ সামরিক ক্যু হয়েছে। অনেক সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র এসেছে।