খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় কোনো শক্তি কলকাঠি নাড়ছে।
নির্বাচন কমিশনকে আরো শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি দৈনিকের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব মন্তব্য করেন আইভী। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কোনো বাহিনী মোতায়েন করা হবে কি না নির্বাচন কমিশনই তা বিবেচনা করবে।
বৈঠকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান। কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সাখাওয়াত।