খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬:
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কলেজের টাকা চুরির ঘটনায়, এজার ভুক্ত আসামী ওই কলেজের মাষ্টার রোলের পিওন জুয়েল রানাকে পটুয়াখালী থেকে আটক করেছে পুলিশ। একই সাথে জুয়েল রানার নিকট থেকে নগত ৪২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার পটুয়া খালি জেলার মহিপুর থানার একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল রানা ফুলবাড়ী সরকারী কলেজের মাষ্টার রোলের পিওন ও উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী বলেন, ধৃত জুয়েল রানা, সরকারী কলেজের পিওনের চাকুরী করা অবস্থায়, চলতি সনের গত ২৭ নভেম্বর সরকারী কলেজের তিন জন প্রভাষকের বেতনের ২ লাখ ৯০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে উধাও হয়ে যায়, এর পর থেকে তাকে খুজে না পাওয়ায়, ওই মাসের ২৮ তারিখে সরকারী কলেজের প্রভাষক মাসুদ রানা, বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর পটুয়া খালি জেলার মহিপুর থানা পুলিশের সহযোগীতায় মহিপুর বাজারে একটি বাড়ী থেকে তাকে আটক করে, ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার আটক জুয়েল রানাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।