Sat. Aug 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়, স্কুল পর্যায়ে ফুট বল খেলায় বিভাগীয় শিরোপা অর্জন করায়, শিরোপা অর্জন কারী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে, ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, মঞ্জুরুল কাদির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলাম,ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাগণ।
আলোচনা সভা শেষে শিরোপা অর্জন কারী খেলোয়াড়দেরকে বিজয়ী পদক ও বিদ্যায়লকে নগদ অর্থ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার।
মাধ্যমিক স্কুল পর্যায়ে গ্রীস্মকালীন ফুট বল প্রতিযোগীতায়, উপজেলা সিদ্দিশী উচ্চ বিদ্যালয়, রংপুর বিভাগীয় শিরোপা অর্জন করেন। এ দিকে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ীর কোন সাংবাদিকদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসার না জানিয়ে নিজের ইচ্ছামত অনুষ্ঠানটি করেন। তিনি দীর্ঘ ৩ বৎসর ধরে এখানে চাকুরী করছেন। কর্মস্থলে না থেকে পার্বতীপুর থেকে এসে অফিস করছেন। এতে কাজে ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে তার সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান একটি মিটিং এর মাধ্যমে এ অনুষ্ঠান করা হয়। তাই কোন সাংবাদিককে এ বিষয়ে অবগত করা হয়নি। অপরদিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মোবাইল ফোনে এ বিষয়ে কথা বললে তিনি জানান বিষয়টি সাংবাদিকদেরকে জানানো উচিৎ ছিল। পরবর্তীতে এমন ঘটনা যাতে না হয় এ বিষয়টি আমি দেখবো।

অন্যরকম